Skip to content
ইসলাম ২৪
  • ইসলামিক নামExpand
    • ছেলেদের নাম
    • মেয়েদের নাম
  • ইসলামিক পোস্ট
  • ইসলামিক শুভেচ্ছা মেসেজ
  • দোয়া ও আমল
  • ব্লগ
নামাজের সময়সূচি
ইসলাম ২৪

কমেন্ট পলিসি

Islam24 ওয়েবসাইট তার লক্ষের প্রতি অটল। এখানে প্রচণ্ড মানসম্পন্ন পোস্ট করা হয়, সাথে বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকটি পোস্ট এবং টিপস ট্রিক্স শুধু মাত্র আপনাদের সাহায্য করার জন্য লিখিত। কোন ব্লগে, কোন বিষয়কে ফুটিয়ে তোলার জন্য এবং ভিজিটরদের সাথে আরো নিবিড়ভাবে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার সুবিধা থাকে, আর Islam24 তার ব্যতিক্রম নয়। কমেন্টের মাধ্যমে ভিজিটর-রা তাদের বিভিন্ন মতামত এবং প্রশ্ন প্রকাশ করে থাকেন। কিন্তু স্প্যামার-রা অন্য উদ্দেশ্য নিয়ে ব্লগ/ওয়েবসাইটে কমেন্ট তৈরি করে, যা একটি ব্লগ/ওয়েবসাইটের সুনাম নষ্ট করে দিতে পারে।

তাই Islam24 এর প্রত্যেকটি কমেন্টকে প্রকাশিত হতে দেওয়ার আগে যাচাই করা হয়। আপনার কমেন্টটি যদি আমাদের নীতিমালা ভঙ্গ করে, তবে সেটিকে প্রকাশিত না করে ডিলিট করে দেওয়া হয়। আরেকটি কথা মনে রাখবেন, একাধারে কমেন্ট নীতমালা ভঙ্গ করা হলে, আপনার আইপি সহ ইমেইল এবং ডোমেইন লিঙ্ক ব্লক করে দেওয়া হতে পারে।

নীতিমালা

  • কমেন্টকারীর নাম— কমেন্টকারীর নাম প্রবেশের স্থানে শুধু আপনার নাম প্রবেশ করান, এখানে কোন কীওয়ার্ড যেমন- Islam 24” ইত্যাদি প্রবেশ করানো যাবে না। শুধু মাত্র আপনার নাম বা যেকোনো ছদ্মনাম ব্যবহার করতে পারেন।
  • মূল্যবান কমেন্ট তৈরি করুন— প্রত্যেকটি পোস্টে সেই পোস্ট রিলেটেড কমেন্ট তৈরি করার চেষ্টা করুন। কোন প্রযুক্তি বিষয়ে বা যেকোনো মতামত প্রকাশ করে বা প্রশ্ন জানতে চেয়ে কমেন্ট করুন, যাতে কমেন্ট রিপ্লাই আপনার সহ আরো পাঠকের কাজে আসে।
  • কমেন্টে লিঙ্ক ব্যবহার— সকলের সাথে কোন অতিরিক্ত তথ্য শেয়ার করার জন্য, বাহিরের লিঙ্ক শেয়ার করতে পারেন। তবে লিঙ্কিং ব্যালেন্স ঠিক রাখার জন্য একটি কমেন্টে দুইটির বেশি লিঙ্ক শেয়ার করা যাবে না। তবে শেয়ার কৃত লিঙ্কটি অবশ্যই সেখানে প্রয়োজনীয় হতে হবে। সুপরিকল্পিতভাবে আপনার সাইটে কোন ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য কমেন্টে লিঙ্ক প্রবেশ করানো যাবে না।
  • অবমাননাকর শব্দ— এই ব্লগ/ওয়েবসাইটে যে কেউ তার মতামত প্রকাশ করার ক্ষমতা রাখে, তবে এর মানে এই নয় যে, আপনি যা ইচ্ছা তা লিখতে পারবেন। কেউ যদি অনুপযুক্ত শব্দ ব্যবহার করে কমেন্ট করে তবে তাকে কোন নোটিশ না দিয়ে আইপি সহ ব্লক করা হবে, সাথে তার কমেন্টটি মুছে ফেলা হবে।
  • শেষ কথা— Islam24 ওয়েবসাইটের কোন কমেন্টের দায়িত্ব নেয় না, সকল কমেন্টের দায়িত্ব শুধু কমেন্টকারীর। এই ব্লগ/ওয়েবসাইটে কোন কমেন্টকারী কমেন্ট করার সময় এটি স্বীকার করে যে, তার প্রত্যেকটি করা কমেন্টের দায়িত্ব শুধু তার, এবং সে সেই কমেন্টটির মালিক।

আপনার যদি এই কমেন্ট পলিসি নিয়ে কোন সমস্যা বা প্রশ্ন থাকে তবে অবশ্যই আপনার মতামত বা প্রশ্ন প্রকাশ করে – hello@islam24.xyz -এ মেইল করুন।

© 2025 ইসলাম ২৪। স্বর্বস্বত্ব সংরক্ষিত

  • ইসলাম ২৪ সম্পর্কে
  • Privacy Policy
  • শর্তাবলী
  • কমেন্ট পলিসি
  • যোগাযোগ
  • DMCA
Scroll to top
  • ইসলামিক নাম
    • ছেলেদের নাম
    • মেয়েদের নাম
  • ইসলামিক পোস্ট
  • ইসলামিক শুভেচ্ছা মেসেজ
  • দোয়া ও আমল
  • ব্লগ
নামাজের সময়সূচি
Search